হরিশ্চন্দ্রপুর

CAA ও NRC -কে হাতিয়ার করে ভোট প্রচারের ময়দানে তৃণমূল

 


লোকসভা নির্বাচনে এবার জেলায় জোড়াফুল ফোটাতে মরিয়া তৃণমূল। শনিবার হরিশ্চন্দ্রপুরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে প্রচারে নামে দল। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর, ভিঙ্গল ও হরিশ্চন্দ্রপুর অঞ্চলে অনুষ্ঠিত হয় তৃণমূলের প্রচারসভা৷ উপস্থিত ছিলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি সহ এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন, তৃণমূল নেতা জিয়াউর রহমান ও অন্যান্য নেতাকর্মীরা।

বক্তব্য রাখতে গিয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে নিশানা করেন তৃণমূল প্রার্থী। সাংসদ তহবিলের টাকা ঐ এলাকার কোনো কাজে ব্যবহার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। একইসাথে সোচ্চার হন CAA  ও  NRC -র বিরুদ্ধে। এই দুই কালা কানুনের বিরুদ্ধে নীরব কংগ্রেস, একমাত্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস বলে দাবী প্রসূন ব্যানার্জির। কংগ্রেসের সমালোচনা করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী। সভা শেষে গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগের মাধ্যমে দলীয় প্রার্থীর হয়ে প্রচার চালায় তৃণমূল কংগ্রেস।